মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
স্পোর্টস
ফিফা ক্লাব বিশ্বকাপ: ম্যানচেস্টার সিটিকে বিদায় করে আল-হিলালের চমক





স্পোর্টস ডেস্ক
Tuesday, 1 July, 2025
12:00 PM
 @palabadalnet

গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়ে আসর শুরু করেছিলো সৌদি আরবের ক্লাব আল-হিলাল। এবার অনেক বড় অঘটনের জন্ম দিল তারা। ফিফা ক্লাব বিশ্বকাপে  ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দলটি। 

ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে অমীমাংসিত থাকার পর অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

ম্যাচের শুরুতেই নবম মিনিটে বার্নাডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে আল-হিলাল ৪৬ মিনিটে ম্যাচে ফিরে ৫২ মিনিটে এগিয়েও যায়।  ৫৫ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ফের সমতা আনে সিটি। উত্তেজনাপূর্ণ ম্যাচে আল-হিলালের হয়ে মার্কোস লিওনার্দো জোড়া গোল করেন (৪৬তম ও ১১২তম মিনিটে)। খেলার অতিরিক্ত সময়ে ৯৪তম মিনিটে কালিদু কৌলিবালিও একটি গোল করেন। সিটির হয়ে ১০৪তম মিনিটে ফিল ফোডেন আরও একটি গোল করলেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।

মূলত আল-হিলালের কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সামনে সিটির তারকাখচিত দল পরাস্ত হয়েছে। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com