মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
স্বাস্থ্য
সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খরচ ৫০ টাকাই থাকছে





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 July, 2025
11:50 AM
 @palabadalnet

ঢাকা: সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য এ বছরের শুরুতে যে ফি নির্ধারণ করা হয়েছিল, তা আরও ছয় মাস বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের খরচেই ডেঙ্গু শনাক্ত করার এনএস১, আইজিসি ও আইজিএম পরীক্ষাগুলো করা যাবে। অর্থাৎ, প্রতিটি টেস্ট করতে খরচ হবে ৫০ টাকা করে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।  

এ বছরের ১৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফিস নির্ধারণ করে দেয়। এর মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। প্রজ্ঞাপন মতে, ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনার সময়সীমা বেড়েছে।

একইভাবে, ২০১৯ সালের ২৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক এক প্রজ্ঞাপনে বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে উল্লেখিত মূল্য তালিকা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে এনএস১, আইজিসি ও আইজিএম পরীক্ষার জন্য ৩০০ টাকা করে ফি নেওয়া হবে। অপরদিকে, সিবিসি পরীক্ষা করাতে খরচ হবে ৪০০ টাকা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com