বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সাইটেক
সাবমেরিন ক্যাবলে ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ





নিজস্ব প্রতিবেদক
Monday, 24 March, 2025
12:56 AM
 @palabadalnet

ঢাকা:  বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। গত শনিবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর খরচ কমবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সরকার ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে। জনগণের যেন সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পায়, সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে দাম কমানো এর মধ্যে অন্যতম। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে।

এছাড়া, ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর ফলে টেলিকম কোম্পানিগুলোর ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমবে।

বিশেষ সহকারী আরও বলেন, 'ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন।'

ফয়েজ আহমদ তৈয়ব জানান, আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com