গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বক্তব্য দিচ্ছেন। ফাইল ছবি
ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেফতার এবং দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ দাবি জানান।
গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে গণ অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বরিশালে জাপার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন।
এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেছে গণ অধিকার পরিষদ। প্রতিবাদে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি পুরানা পল্টন ঘুরে আবার আল-রাজী কমপ্লেক্সর সামনে এসে শেষ হয়। এ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাপার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেন। অন্যথায় জি এম কাদেরের বিরুদ্ধে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মতো ‘মব’ নেমে এলে এর দায় জনগণকে দেওয়া যাবে না।
জি এম কাদেরকে ‘ভারতের এজেন্ট’ বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার প্রশ্ন, এখনো কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না, কারা জাতীয় পার্টি ও জি এম কাদেরকে সুরক্ষা দিচ্ছে?
রাশেদ খান বলেন, বরিশালে যে মামলা হয়েছে, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে মামলা গ্রহণের নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটকেও প্রত্যাহারের দাবি জানান তিনি।
ইতিমধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে মামলার বিষয়ে অবহিত করেছেন উল্লেখ করেন রাশেদ খান বলেন, তারা শেখ হাসিনার শাসনামলে মামলা খেয়েছেন, এখনো যদি মামলা খেতে হয়, তাহলে তাদের নিরাপত্তা কোথায়?
সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান, রবিউল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন।