শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
 
স্পোর্টস
এ বছর বাংলাদেশে আসছে না ভারত ক্রিকেট দল





ক্রীড়া প্রতিবেদক
Saturday, 5 July, 2025
7:02 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। তবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পুরোপুরি বাতিল হয়ে যায়নি। এ বছর আগস্টের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। নতুন এই সময়সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মিলেই ঠিক করেছে।

বিসিবি আজ এক ইমেইল বার্তায় জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।  

আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। মাস দুয়েক আগে সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না।

বিবিসি বাংলা জানিয়েছিল, ‘রাজনৈতিক কারণে’ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছিল না। বিবিসি লিখেছিল দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে ‘বিরূপ মনোভাব’দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দিল্লিতে বিবিসিকে এ কথা জানান।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশে নিরাপত্তার বিষয়টি নিয়েই বেশি চিন্তিত বিসিসিআই। এ জন্য তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলের ভারত যদি আগস্টে সফরে আসতে না পারে তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে এই সিরিজ দুটি আয়োজন করা হবে।

পালাবদল/এমএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com