বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
 
স্পোর্টস
‘রাজনৈতিক কারণে’ ভারতীয় দলের বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির





স্পোর্টস ডেস্ক
Wednesday, 2 July, 2025
1:59 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারত ক্রিকেট দলের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এ সিরিজের সূচি প্রকাশিত হয়েছে দুই মাস আগে।

কিন্তু দিল্লির একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশ সফরের জন্য এখনো কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বিবিসি বাংলা জানিয়েছে, ‘রাজনৈতিক কারণে’ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দিল্লিতে বিবিসিকে এ কথা জানান।

সূচি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার কথা ভারতের। ৩১ আগস্টের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১ সেপ্টেম্বর ভারতের ঢাকা ত্যাগ করার কথা। কিন্তু গত মাসে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত। এর পেছনে কারণ হিসেবে তখন ভারত-পাকিস্তান উত্তেজনা কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার একটি বিতর্কিত মন্তব্য তুলে ধরা হয়।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাবেক সামরিক কর্মকর্তার ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তখনকার ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে লেখা হয়, “সফরটি (এফটিপি) সূচির অংশ হলেও এখনো কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর না-ও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।”

মে মাসেই টাইমস অব ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের সফরের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। এরপর গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম জানান, তাঁরা পূর্বনির্ধারিত সময়েই সিরিজটি আয়োজন করতে চাইছেন।

এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা চলছে। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি সফরের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি করেন আমিনুল। তিনি আরও জানান, ভারত যদি আগস্টে সফরে আসতে না পারে তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে এই সিরিজ দুটি আয়োজন করা হবে। তবে বর্তমান অনিশ্চয়তার নির্দিষ্ট কোনো কারণ তখন জানাতে পারেননি আমিনুল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com