বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
 
রাজধানী
মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা, ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 July, 2025
6:15 PM
 @palabadalnet

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: পুরান ঢাকার চকবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত মোরশেদ আলম তানিম (১৮) আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

তানিমের বাবা তারেক ফিরোজ আলম জানান, ছিনতাইয়ের ঘটনার ৩০ ঘণ্টারও বেশি সময় পর আজ ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বংশালের নূর বক্স লেনের বাসিন্দা তারেক জানান, সোমবার রাত মাড়ে ১১টার দিকে তার ছেলে বাড়ি ফেরার সময় নাজিম উদ্দিন রোডের মাকুর শাহ মাজারের কাছে দুই ছিনতাইকারীর কবলে পরে।

তিনি বলেন, “ছিনতাইকারীরা তানিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তানিম বাধা দিলে তারা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

পথচারীরা গুরুতর আহত অবস্থায় তানিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করে।

তারেক বলেন, “প্রাথমিক চিকিৎসার পর তানিমকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু গতকাল বিকেলে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ছেলেটা মারা গেল।”

চকবাজার থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর (এসআই) রাজু আহমেদ বলেন, “পরিবারের পক্ষ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com