চট্টগ্রাম: চট্টগ্রামে আরও পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে তাদের করোনা শনাক্ত হয়।
গত জুন মাসের শুরু থেকে চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামের এক নারী।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া পাঁচজনরেই নমুনা পরীক্ষা করা হয়েছে নগরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারে। চট্টগ্রাম নগরের দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য জন্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা ওয়ার্ড।