![]()
নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে নাটোর উত্তর পটুয়াপাড়া এলাকার কুড়মির মাঠ এলাকায় ডাস্টবিনে ময়লা ফেলতে যায় স্থানীয়রা। এসময় ডাস্টবিন থেকে কুকুরকে এক নবজাতকের মরদেহ বের করা অবস্থায় দেখতে পায় তারা। ঘটনাস্থলে আসবার জন্য পুলিশে খবর দেয়া হয়েছে বলেও তিনি জানান। পালাবদল/এমএম |