![]()
প্রতিনিয়তই রাজধানী দিল্লি থেকে ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনার খবর পাওয়া যায়। এর একটা বড় কারণ যে মাদক, তা নিয়ে কোনও সংশয় নেই। এবিসিডি নামের একটি সংস্থার করা মাদক সংক্রান্ত রিপোর্টে বলছে, গাঁজা সেবনের নিরিখে বিশ্বের তাবড় তাবড় শহরকে টেক্কা দিয়েছে রাজধানী। দিল্লিতে ২০১৮ সালে গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩৮.২৬ মেট্রিক টন, অর্থাৎ ৩৮ হাজার ২৬০ কেজি। করাচি অবশ্য এই নিরিখে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে। করাচিতে গতবছর গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৪২ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ৪২ হাজার কেজি। নিউ ইয়র্ক এশিয়ার দুই শহরকে অনেকটাই পিছনে ফেলেছে। নিউ ইয়র্কে গতবছর গাঁজা বিক্রি হয়েছে ৭৭.৪ মেট্রিক টন। দিল্লি ছাড়াও প্রথম দশে রয়েছে ভারতের আরও এক শহর। মুম্বই রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। মুম্বাইয়ে গতবছর গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩২.৪ মেট্রিক টন। এবিসিডির এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বেশ উদ্বেগে সমাজবিজ্ঞানীরা। অনেকে বলছেন, এই রিপোর্টেই প্রমাণিত হচ্ছে, আমাদের যুবসমাজ বিপথে চালিত। - সংবাদসংস্থা পালাবদল/এসএফ
|