![]()
পাকিস্তান টুডে জানিয়েছে, পেশোয়ারের ওই যুবক নেকড়ে সেজে প্রাংক করতে চেয়েছিলেন। ওই যুবকের একটি ছবি পোস্ট করেছেন পাকিস্তানি সাংবাদিক ওমর আর কোরেশি। সেখানে দেখা যাচ্ছে, নেকড়ে সাজা লোকটির হাতে হাতকড়া। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকে গ্রেফতারের সমালোচনা করছেন, কেউ আবার মজা করছেন। একজন লিখেছেন, ‘সবাইকে তো এমনিতেই মাস্ক পরতে বলা হয়েছে। নেকড়ের মাস্ক পরা যাবে না, সেটা তো বলা হয়নি।’ ছবিটিতে দুই পুলিশকে দেখা গেছে। তাদের মধ্যে একজন মাস্ক পরা। আরেক জন পরেননি। এটি দেখে অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমার চোখ যাচ্ছে ওই পুলিশের দিকে। এখানে তিনজন মানুষ। যার মুখে মাস্ক নেই, তাকে গ্রেফতার না করে আরেক জনকে করা হয়েছে। অদ্ভুত!’- সংবাদসংস্থা পালাবদল/এমএ
|