মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
 
স্পোর্টস
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে বাংলাদেশ





স্পোর্টস ডেস্ক
Monday, 7 July, 2025
11:21 AM
 @palabadalnet

প্রায় আট মাস পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছে বাংলাদেশ। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানের জয় দিয়ে সাত ম্যাচের হারের বৃত্ত ভেঙে এক ধাপ এগিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফের উঠেছে নবম স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়ের সুবাদে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। তাতে ৭৭ পয়েন্ট নিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে ফেলতে পেরেছে টাইগাররা। গত মে মাসে ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় প্রায় ১৮ বছর পর র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের এই হারের ধারা শুরু হয়েছিল গত বছরের নভেম্বর মাসে, আফগানিস্তানের বিপক্ষে শারজায় তৃতীয় ওয়ানডেতে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হার দিয়ে। এরপর ডিসেম্বর মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ, পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হার, আর সর্বশেষ কলম্বোতে চলমান শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেতেও হার। সব মিলিয়ে সাত ম্যাচ ধরে জয়হীন ছিল টাইগাররা।

তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে দল। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের প্রথম ওয়ানডে পাঁচ উইকেট শিকার নিয়ে গড়া অসাধারণ বোলিং পারফরম্যান্সে জয় তুলে নেয় বাংলাদেশ।

এই জয়ে সিরিজ এখন ১-১ এ সমতায়। ফলে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com