![]() ফাইল ছবি রোববার রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত ৬-৮ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এন্টিজেন পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শনিবার থেকে দেশের ১০ জেলায় এন্টিজেন পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মাত্র ১৫-৩০ মিনিটেই রিপোর্ট পাওয়া যাবে। এর ফলে দেশে করোনা পরীক্ষার আরেকটি নতুন ধাপ সংযোজিত হয়েছে। মানুষ সচেতন হলে করোনার দ্বিতীয় ঢেউ সামলানো সহজ হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ২০০ শয্যা লালকুঠি, মিরপুর মাতৃ ও শিশু শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট ও হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন। সারাদেশে আটটি বিভাগ, ৬৪ জেলা, ৪৮৮টি উপজেলার ৬০টি মা-শিশু কল্যাণ কেন্দ্র, চার হাজার আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অর্থাৎ মোট চার হাজার ৬৮২টি সেবাকেন্দ্র থেকে একযোগে পালিত হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা প্রমুখ। পালাবদল/এমএম
|