![]()
পরে যুবলীগের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সকল শহীদদের আত্মার শান্তি কামানা করে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা অ্যাডভোকেট স্বপন পাল, থানা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা আনিসুর রহমানসহ যুবলীগের নেতাকর্মীরা। এছাড়াও সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভা -যাত্রা বের হয়। শোভা -যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসিম উদ্দিন হলের সামনে গিয়ে শেষ হয়। পালাবদল/এমএম |