ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বিসমিল্লাহ ফ্যাশন ওয়্যার লিমিটেডের স্বত্বাধিকারী মামুন মিয়াকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান তাকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এ আদেশ দেন।
মামলার বাদী ও নিহত মামুনের বাবা আজগর আলী এজাহারে উল্লেখ করেছেন, ৫ আগস্ট দুপুর সোয়া ১টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে তার ছেলে মামুন মিয়াকে গুলি করা হয়। পরে তার ছেলেকে চিকিৎসার জন্য মিরপুর-১০ এর আলোক মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানো হয় মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সরদার (১৭) হত্যা মামলায়।
গত ১৫ সেপ্টেম্বর ঢাকার বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।