![]() ছবি: ফোকাস বাংলা পি কে হালদারের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অবন্তিকাকে গ্রেফতার করা হয় বলে দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অবন্তিকাকে গ্রেফতার করে। অবন্তিকাকে গ্রেফতারের পর প্রথমে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের হাজতখানায় রাখা হয়। পরে বেলা ২টার দিকে তাকে নিয়ে আদালতের পথে রওনা হন তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন। মামলার তদন্তের অংশ হিসেবে এর আগে গত ২৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করলে অবন্তিকা বড়াল দুদকে যাননি। ব্যাংকবহির্ভূত চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এছাড়া আত্মসাৎ করা টাকা তার ‘বান্ধবীদের অ্যাকাউন্টে’ পাঠানোরও অভিযোগ করেছে দুদক। ধারণা করা হচ্ছে- পি কে হালদার গত বছর বিদেশে পালিয়ে যান। তাকে গ্রেফতারে ইতোমধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ( ইন্টারপোল) রেড নোটিশ জারি করেছে। পালাবদল/এসএ
|