বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শাহিনুর বেগম নামের এক হকারকে হত্যার অভিযোগে করা মামলায় আজ শনিবার আদালত এ আদেশ দেন।
গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে ইকবাল বাহারকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজ ইকবাল বাহারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের জুলাই অভ্যুত্থানের ঘটনায় যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গতকাল সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ইকবাল বাহার বেইলি রোডের একটি ক্লাবে জুয়া খেলছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে ঘটনায় যাত্রাবাড়ী, মিরপুর মডেল ও গুলশান থানায় পৃথক তিনটি হত্যা মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইকবাল বাহার ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন। তিনি রাজশাহী পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্বপালন করেন। ২০১৬ সালে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার করা হয়। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।