মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
বিদেশ
সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিক’ করতে আগ্রহী ইসরায়েল





পালাবদল ডেস্ক
Monday, 30 June, 2025
8:47 PM
 @palabadalnet

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার । রয়টার্স ফাইল ছবি

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার । রয়টার্স ফাইল ছবি

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, তারা প্রতিবেশী লেবানন ও সিরিয়ার সঙ্গে ‘শান্তি ও সম্পর্ক স্বাভাবিক’ চুক্তি করতে আগ্রহী।

আজ সোমবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “ইসরায়েল শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির পরিসর বাড়াতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবাননকে শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বৃত্তে যুক্ত করার আগ্রহ রয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com