মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
জাতীয়
অফিসের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা বিমানের





নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 June, 2025
11:20 PM
 @palabadalnet

ঢাকা: সাইবার নিরাপত্তা জোরদার এবং করপোরেট তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে অফিসের কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর পরিবর্তে অভ্যন্তরীণ সব ধরনের যোগাযোগের জন্য কর্মকর্তা-কর্মচারীদের মাইক্রোসফট টিমস ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ জানিয়েছে, প্রতিষ্ঠানের করপোরেট নেটওয়ার্ক এবং সংবেদনশীল তথ্য নিরাপদ রাখতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর বিকল্প হিসেবে পেশাগত ও নিরাপদ যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, কর্মীরা তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই মাইক্রোসফট টিমসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্ল্যাটফর্মে টেক্সট মেসেজিং, ভয়েস ও ভিডিও কল এবং ফাইল শেয়ারিংসহ বিভিন্ন সুবিধা রয়েছে, যা অফিসের দৈনন্দিন যোগাযোগকে আরও কার্যকর ও নিরাপদ করবে।

আন্তর্জাতিক রীতিনীতির কথা উল্লেখ করে বিমান জানায়, বিশ্বের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এরই মধ্যে প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ করে দিয়েছে। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হওয়ায় এটিকে তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবির বলেন, অনলাইন মিটিং এবং অভ্যন্তরীণ যোগাযোগের জন্য মাইক্রোসফটের সঙ্গে বিমান একটি আনুষ্ঠানিক চুক্তি করেছে। তিনি আরও জানান, কয়েক মাস আগেই দাপ্তরিক কাজে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com