
ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। চলতি বছর এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৭৬ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন, যাদের মধ্যে আটজন ঢাকার বাইরের।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩০৩ জন, যার মধ্যে চার হাজার ১২ জনই ঢাকার বাইরের।
সব মিলিয়ে এ পর্যন্ত চার হাজার ৮৩২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪৮ জন, যার মধ্যে ৩১৬ জন ঢাকার বাইরে।
পালাবদল/এসএ