শনিবার ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
শনিবার ৪ অক্টোবর ২০২৫
 
বিদেশ
ফ্লোটিলার শেষ নৌযানেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল





পালাবদল ডেস্ক
Friday, 3 October, 2025
7:40 PM
 @palabadalnet

ফ্লোটিলার শেষ জাহাজ ম্যারিনেটের লাইভ স্ট্রিম। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

ফ্লোটিলার শেষ জাহাজ ম্যারিনেটের লাইভ স্ট্রিম। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

অবরুদ্ধ গাজায় দিকে ত্রাণ নিয়ে যাওয়া 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র সবশেষ নৌযানেরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। উপকূলের কাছাকাছি জায়গা থেকে ইসরায়েলি বাহিনী নৌযানটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। 

সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক নৌযানটিতে ওঠে পড়ে। পোল্যান্ডের পতাকাবাহী 'মারিনেট' নামের নৌযানে ছয়জন ক্রু রয়েছেন বলে জানা গেছে। এটিই ছিল গাজা অভিমুখী ফ্লোটিলার শেষ সচল নৌযান। 

সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের একটি বহর। প্রায় ৫০০ মানবাধিকারকর্মী এই বহরে ছিলেন। 

ইসরায়েল একে একে এই বহরের নৌযানগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। নৌযানে থাকা মানবাধিকারকর্মী ও ক্রুদেরও আটক করতে থাকে ইসরায়েলি বাহিনী।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৬ হাজার ২২৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৬৮ হাজার ৯৩৮ জন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com