নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দেওয়া হলে মামলা না করার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এই সিদ্ধান্তের কথা ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন বৃহস্পতিবার। সেই পোস্ট এনসিপি নেতারা তাদের একাউন্টে শেয়ার করে স্বাগত জানিয়েছেন।
মাহমুদুর রহমান মান্না তার পোস্টে নিচের পরিচয় দিয়ে লিখেছেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোন মামলা করব না।”
পোস্টের কমে্টে বক্সে তিনি বলেছেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।”
মান্নার এই পোস্ট এনসিপির ফেসবুক ভেরিফায়েড পেজে শেয়ার করে লেখা হয়েছে, “অবশেষ এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোনো বাধা-ই অবশিষ্ট রইলো না। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখালো তখন এনসিপি’র লিগ্যাল উইং হাতে-কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপি’র শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই।
তখন নির্বাচন কমিশন হাজির করলো রাজনৈতিক বাঁধা রয়েছে। এনসিপি বললো কী সেটা? তারা জবাবে বললো শাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরকেই দিতে হবে।
কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন যে, এনসিপিকে শাপলা দিলে তাদের দল থেকে কোনো মামলা করা হবে না। তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক বাঁধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। অর্থাৎ, শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতাই নেই।
আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন, দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে উঠুন।”
ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে মান্নার পোস্ট শেয়ার করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
এনসিপি নির্বাচন কমিশনে তাদের দলীয় নিবন্ধনের আবেদনের সময় প্রতীক হিসেবে শাপলা চায়। অন্য কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হলে তা গ্রহণ না করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। পরে এনসিপি চেয়েছে, তাদেরও দেওয়া হয়নি। শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। এনসিপি চিঠি দিতে পারেন। এটা তাদের আইনি অধিকার “
সবশেষ এনসিপিকে সংরক্ষিত ৫০ প্রতীকের প্রতীকের নমুনা পাঠিয়ে সেখান থেকে একটিকে বেছে নিতে গত মঙ্গলবার চিঠি পাঠায় নির্বাচন কমিশন। জাতীয় প্রতীক ‘শাপলা’ নিবন্ধনযোগ্য কোনো দলকে আগামীতে না দেয়ার বিষয়ে অনড় ইসি।