শুক্রবার ৩ অক্টোবর ২০২৫ ১৮ আশ্বিন ১৪৩২
শুক্রবার ৩ অক্টোবর ২০২৫
 
রাজনীতি
এনসিপিকে ৫০টি প্রতীকের তালিকাসহ চিঠি দিল ইসি





নিজস্ব প্রতিবেদক
Friday, 3 October, 2025
12:12 AM
 @palabadalnet

ঢাকা: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বেছে নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির প্রতীকের তালিকার ৫০টি থেকে একটি প্রতীক বেছে নিতে এই চিঠি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার দেওয়া এ চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিয়ে এনসিপিকে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠিটি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, “জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। যা পরবর্তীতে পরিবর্তন (শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা) করা হয়। উল্লেখ্য যে, নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নেই।”

চিঠিতে আরও বলা হয়, “গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার বিধান অনুযায়ী, নির্ধারিত প্রতীক থেকে দলের জন্য পছন্দকৃত একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এই প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে।”

এনসিপির দলের নিবন্ধনের পর ৫০টি প্রতীকের তালিকা থেকে প্রতীক বেছে নিতে চিঠিতে এনসিপিকে অনুরোধ জানায় ইসি। চিঠিতে উল্লেখ করা প্রতীকগুলো হলো-আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com