শনিবার ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
শনিবার ৪ অক্টোবর ২০২৫
 
রাজনীতি
সমঝোতা হলে ১০০ আসন ছাড়বে জামায়াত: গোলাম পরওয়ার





খুলনা ব্যুরো
Friday, 3 October, 2025
7:36 PM
 @palabadalnet

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

খুলনা: সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার দুপুরে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের এমন কিছু আসন থাকবে, যেসব আসনে আমরা নির্বাচন করতে পারবো না। যদিও আমরা ৩০০ আসন চূড়ান্ত করেছি। প্রাথমিক বাছাই হয়ে গেছে। কিন্তু আলটিমেট কথা-যাদের সঙ্গে সমঝোতা করব, তাদের সঙ্গে একটা ঐক্য হয়ে যাবে। সে পরিবেশটা এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, যে কয়টা দলের সঙ্গেই হোক, কিছু আসন তো আমাদের ছাড়া লাগবে। তা না হলে ঐক্য হবে না।

“এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় আমাদের ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। কমপক্ষে ২০০ আসনে আমরা নির্বাচন করব।”

গোলাম পরওয়ার আরও বলেন, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনো নির্বাচন করিনি, সেসব আসন ছেড়ে দেওয়া হতে পারে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com