শনিবার ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
শনিবার ৪ অক্টোবর ২০২৫
 
দক্ষিণ এশিয়া
আগামী সপ্তাহে ভারতে যাচ্ছেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী





পালাবদল ডেস্ক
Friday, 3 October, 2025
1:42 PM
 @palabadalnet

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: সংগৃহীত

ভারতে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সব ঠিকঠাক থাকলে আগামী ৯ অক্টোবর ভারত সফরে যেতে পারেন তিনি। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় বসার পরে এই প্রথম কাবুল থেকে কোনও শীর্ষস্তরের প্রতিনিধি নয়াদিল্লিতে যাচ্ছেন। সে দিক থেকে দেখতে গেলে দুই দেশের সম্পর্কে নতুন দিক খুলতে চলেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের সদস্যদের আন্তর্জাতিক সফর নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, মুত্তাকির ক্ষেত্রে তা সাময়িক ভাবে রদ করা হয়েছে। ৯ থেকে ১৬ অক্টোবর তাকে নয়াদিল্লিতে আসার অনুমতি দেওয়া হয়েছে। ২০২১ সালের ১৫ অগস্ট ক্ষমতা দখল করলেও এখনও জাতিসংঘের স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালেবান সরকার। বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই তাদের স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই। অন্য দিকে, এখনও কূটনৈতিক স্বীকৃতি না-দিলেও তালেবান সরকারের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করে দেয়নি ভারত।

নয়াদিল্লিতে যে বৈঠক হতে চলেছে, গত কয়েক মাস ধরেই তার প্রেক্ষাপট তৈরির প্রস্তুতি চলেছে নয়াদিল্লি এবং কাবুলে। মুত্তাকি এবং অন্য তালেবান নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, পররাষ্ট্র  মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা জেপি সিংহ। দুবাইয়ের মতো নিরপেক্ষ জায়গায় হয়েছে সেই বৈঠক। আফগানিস্তানকে যে মানবিক সাহায্য পাঠিয়েছে নয়াদিল্লি, সেই নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

পাকিস্তানে বিরুদ্ধে সিঁদুর অভিযান চালানোর পরে ১৫ মে মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরে এই প্রথম দুই দেশের মন্ত্রীদের মধ্যে কথা হয়। পহেলগাঁও হামলা নিয়ে তালেবান সরকার যে ধিক্কার জানিয়েছিল, তার প্রশংসা করেন জয়শঙ্কর। তার আগে এপ্রিলে পহেলগাঁও হামলার নিন্দা করেছিল তালেবান সরকার।

প্রসঙ্গত, নয়া তালেবান শাসনে পাকিস্তানের মাথাব্যথা বেড়েছে আফগানিস্তানকে নিয়ে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ একাধিক বার বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হামলায় আক্রান্ত হয়েছে। তালেবান সরকারের বিরুদ্ধে এই গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। এই আবহে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে নয়াদিল্লি কাবুলকে কি আরও কাছে টানছে? সেই নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com