সোমবার ৬ অক্টোবর ২০২৫ ২১ আশ্বিন ১৪৩২
সোমবার ৬ অক্টোবর ২০২৫
 
দক্ষিণ এশিয়া
প্রবল বর্ষণে দার্জিলিংয়ে ভূমিধ্বস, ১৭ জন নিহত





পালাবদল ডেস্ক
Sunday, 5 October, 2025
9:18 PM
 @palabadalnet

দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বস অন্তত ১৭ জন নিহত হয়েছে। ছবি: এনডিআরএফ ইন্ডিয়া

দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বস অন্তত ১৭ জন নিহত হয়েছে। ছবি: এনডিআরএফ ইন্ডিয়া

প্রবল বর্ষণে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বড় ধরনের ভূমিধ্বসে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

এর মধ্যে মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুখিয়া সাতজন, বিজনবাড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

“এই দুর্যোগে প্রাণহানি, সম্পত্তির ক্ষতি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি,” সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

এদিকে, সোমবার আক্রান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগ পর্যন্ত কলকাতায় প্রশাসনিক সদর দপ্তর থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি।

“ভুটানে প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এই বিপর্যয় দুর্ভাগ্যজনক। দুর্যোগ তো আমাদের কারও হাতে নেই। আমরা মর্মাহত।”

“১২ ঘণ্টা ধরে টানা তুমুল বৃষ্টি হয়েছে। মোট সাতটি জায়গায় ধস নেমেছে। আমি পরিস্থিতির দিকে নজর রাখছি,” বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com