
মাউন্ট এভারেস্ট। ফাইল ছবি: রয়টার্স (২০০৮)
বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক।
আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারের জন্য আজ দিনভর কাজ করে গেছেন উদ্ধারকর্মীরা।
চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে।
জিমু নিউজের প্রতিবেদন মতে, ভূপৃষ্ঠ থেকে চার হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কার করার কাজে হাজারো স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলের সদস্যরা যোগ দিয়েছে।
প্রতিবেদন মতে, কয়েকজন পর্যটক ইতোমধ্যে পর্বত থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন সংস্থার সামাজিক মাধ্যমের পোস্টে এই তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, শনিবার দিনের শেষভাগ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই পথে এভারেস্টে প্রবেশ ও এ সংক্রান্ত টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে।
সীমান্তের ঠিক অপর পাড়ে, নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়েছে, বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে এবং শুক্রবার থেকে শুরু করে অন্তত ৪৭ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
ভারত সীমান্তের ইলাম জেলায় পৃথক ভূমিধসের ঘটনায় ৩৫ জনের প্রাণহানি হয়েছে। বন্যার পানিতে ভেসে নয় জন নিখোঁজ হয়েছেন এবং অপর তিনজন ভারতের অন্যান্য স্থানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।
পালাবদল/এসএ