শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ ১ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫
 
স্পোর্টস
টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত, চূড়ান্ত হলো ২০ দল





পালাবদল ডেস্ক
Friday, 17 October, 2025
12:01 AM
 @palabadalnet

ছবি: এক্স

ছবি: এক্স

শেষ দল হিসাবে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে চূড়ান্ত হলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের আগামী আসরে অংশ নিতে যাওয়া ২০ দল।

বৃহস্পতিবার আল আমেরাতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে জাপানকে ৮ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। টস হেরে আগে ব্যাট করে পুরো ওভার খেলে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে আরব আমিরাত।

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরব আমিরাত। এর আগে এখান থেকে ২০ ওভারের ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের টিকিট কেটেছে নেপাল ও ওমান।

বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরব আমিরাত। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ওমান।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আরব আমিরাত। এর আগে তারা খেলেছিল ২০১৪ ও ২০২২ সালের আসরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

দুই স্বাগতিক ছাড়া ২০২৪ সালে অনুষ্ঠিত সবশেষ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি খেলবে।

বাছাইপর্ব খেলে তাদের সঙ্গী হয়েছে কানাডা (আমেরিকা অঞ্চল থেকে), ইতালি ও নেদারল্যান্ডস (ইউরোপ থেকে), নামিবিয়া ও জিম্বাবুয়ে (আফ্রিকা থেকে) এবং নেপাল, ওমান ও আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত।


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com