বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৪ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
 
স্পোর্টস
পাঁচ সপ্তাহ আগে দলে ফেরা সাইফই এখন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা





ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 8 October, 2025
8:58 PM
 @palabadalnet

সাইফ হাসান। ছবি: সংগৃহীত

সাইফ হাসান। ছবি: সংগৃহীত

ছন্দে আছেন সাইফ হাসান। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে রান করেছেন সাইফ। এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করার পর আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও পেয়েছেন ফিফটি। এর প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও।

ক্যারিয়ারের প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ২০-এ ঢুকেছেন সাইফ। ১৭ ধাপ এগিয়ে সাইফ উঠে এসেছেন ১৮ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাইফই এখন সবার ওপরে।

শুধু সাইফ নন, টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেনেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তানজিদ ৪৩তম স্থান থেকে উঠে এসেছেন ৩৭ নম্বরে, আর পারভেজ হোসেন ৭১তম থেকে ৫৩তম স্থানে উঠেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা টিম রবিনসন ৫৮ ধাপ এগিয়েছেন, তিনি আছেন ২২ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক শর্মাই আছেন।

বাংলাদেশ সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের অবস্থান ২ নম্বরে। গত বছরের জুনের পর এটাই তার সর্বোচ্চ অবস্থান। বোলিং র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের আরও দুই বোলার উন্নতি করেছেন।

স্পিনার নুর আহমেদ আট ধাপ এগিয়ে এখন ১৭তম, মুজিব-উর-রেহমান ছয় ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন। বাংলাদেশের পেসার তানজিম হাসান ৯ ধাপ এগিয়ে ৩৩তম, শরীফুল ইসলাম ২১ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে আছেন।

আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড় নাসুম আহমেদ ১৩১তম থেকে লাফিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। মোস্তাফিজুর রহমান আছেন ১২ নম্বরে, এই বাঁহাতি পেসারই বাংলাদেশের শীর্ষ বোলার। বোলিংয়ে শীর্ষে আছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী।

এশিয়া কাপ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলছে ভারত। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্যারিয়ারের সেরা ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উঠেছেন। সেঞ্চুরি করে আহমেদাবাদ টেস্টে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২৫তম স্থানে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান।

৩৬ বছর বয়সী জাদেজা ভারতের একমাত্র ইনিংসে অপরাজিত ১০৪ রান করেন। এর আগে তার সেরা অবস্থান ছিল ২৯তম, যা তিনি এ বছরের জুলাইয়ে অর্জন করেছিলেন। এখন তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ক্যারিয়ার-সেরা ৬৪৪।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়ার ফলে অলরাউন্ডারদের তালিকায়ও নিজের শীর্ষ স্থান আরও মজবুত করেছেন জাদেজা। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের চেয়ে ১২৫ পয়েন্টে এগিয়ে আছেন।

ইংল্যান্ড সফরের ধারাবাহিকতা বজায় রেখে ভালো পারফরম্যান্স করেছেন পেসার মোহাম্মদ সিরাজও।

আহমেদাবাদ টেস্টে তার বোলিং পরিসংখ্যান-প্রথম ইনিংসে ৪ উইকেটের বিপরীতে ৪০ রান ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিপরীতে ৩১ রান। এর ফলে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ ১২তম স্থানে উঠেছেন তিনি। একই সঙ্গে প্রথমবারের মতো তার রেটিং ৭০০ পয়েন্টের ঘর ছুঁয়েছে। ভারতের ইনিংস ও ১৪০ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরাজ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com