বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৪ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
 
আইন-আদালত
গুমের দুই মামলায় হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আইসিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 October, 2025
9:12 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: শেখ হাসিনা এবং তার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন কার্যালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় আজ বুধবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে, মোট অভিযুক্তের সংখ্যা ২৮ জন। কারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী-এই দুজনকেই উভয় মামলায় আসামি করা হয়েছে।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা এলাকায় হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আহমেদসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।

জয়েন্ট ইন্টারোগেশন সেলের (জেআইসি) মামলায় অভিযুক্তরা হলেন:

১. শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী

২. মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী (অব.), সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা

৩. লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন (অব.), সাবেক মহাপরিচালক, ডিজিএফআই

৪. মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন (অব.), সাবেক মহাপরিচালক, ডিজিএফআই

৫. লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম (অব.), সাবেক মহাপরিচালক, ডিজিএফআই

৬. লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী (অব.), সাবেক মহাপরিচালক, ডিজিএফআই

৭. মেজর জেনারেল হামিদুল হক (অব.), সাবেক মহাপরিচালক, ডিজিএফআই

৮. মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম (অব.), সাবেক পরিচালক, সিটিআইবি, ডিজিএফআই

৯. মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, সাবেক পরিচালক, সিটিআইবি, ডিজিএফআই (বর্তমানে জাতীয় চা বোর্ডের চেয়ারম্যান)

১০. মেজর জেনারেল কবীর আহাম্মদ, সাবেক পরিচালক, সিটিআইবি, ডিজিএফআই (বর্তমানে কমান্ড্যান্ট, এসআইঅ্যান্ডটি, সিলেট)

১১. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, সাবেক পরিচালক, সিটিআইবি, ডিজিএফআই (বর্তমানে কমান্ডার, ১০১ পদাতিক ব্রিগেড, কুমিল্লা)

১২. ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, সাবেক পরিচালক, সিটিআইবি, ডিজিএফআই (বর্তমানে কমান্ডার, ১০৫ পদাতিক ব্রিগেড, যশোর)

১৩. লেফটেন্যান্ট কর্নেল মখছুরুল হক (অব.)

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলের মামলায় অভিযুক্তরা হলেন:

১. শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী

২. মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী (অব.), সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা

৩. আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

৪. বেনজির আহমেদ, সাবেক আইজিপি

৫. এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক, র‍্যাব

৬. ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, সাবেক মহাপরিচালক, র‍্যাব

৭. কর্নেল আনোয়ার লতিফ খান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস), র‍্যাব

৮. ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস), র‍্যাব

৯. ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস), র‍্যাব

১০. কর্নেল কে এম আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস), র‍্যাব

১১. ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস), র‍্যাব

১২. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস), র‍্যাব

১৩. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস), র‍্যাব

১৪. লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, সাবেক পরিচালক, ইন্টেলিজেন্স উইং, র‍্যাব

১৫. লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম, সাবেক পরিচালক, ইন্টেলিজেন্স উইং, র‍্যাব

১৬. লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, সাবেক পরিচালক, ইন্টেলিজেন্স উইং, র‍্যাব

১৭. লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, সাবেক পরিচালক, ইন্টেলিজেন্স উইং, র‍্যাব

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com