
সংগৃহীত ছবি
ঢাকা: গুমের অপরাধে বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে লড়বেন না ব্যারিস্টার এম সারওয়ার হোসেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল বুধবার এই কর্মকর্তাদের হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যার অভিযোগ আনা হয়।
গতকাল শুনানিতে ব্যারিস্টার সারওয়ার ওই সেনা কর্মকর্তাদের পক্ষে অংশ নেন। তিনি সেনা কর্মকর্তাদের ‘নির্দোষ’ বলেও দাবি করেন ট্রাইব্যুনালে।
তবে আজ বৃহস্পতিবার তার সরে দাঁড়ানোর খবর পাওয়া যায়।
যোগাযোগ করা হলে ব্যারিস্টার সারওয়ার বলেন, “এখানে কনফ্লিক্ট অব ইনটারেস্ট আছে। এর আগে আমি নিজে গুম হওয়ার অভিযোগে ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছিলাম। সেই অভিযোগে এই ১৫ কর্মকর্তার একজন অভিযুক্ত।”
“ওকালতনামায় সই করার সময় বিষয়টি বুঝতে পেরে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি”, বলেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে হাজির করা হয়।
অভিযুক্তরা সেনাবাহিনী, র্যাব ও ডিজিএফআইতে কাজ করেছেন।
পালাবদল/এসএ