এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে তাদের প্রায় বিদায়ঘণ্টা বাজিয়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই আবারো সেই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাকের আলীর নেতৃত্বে টাইগাররা আজ (মঙ্গলবার) থেকে শারজাহতে শুরু করবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিপক্ষ রশিদ খানের আফগানিস্তান।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৩ ও ৫ অক্টোবর। এরপর দুই দল চলে যাবে আবুধাবিতে, যেখানে ৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ম্যাচ-পূর্ব পরিসংখ্যান
* আফগানিস্তানের বিপক্ষে আজ জিততে পারলে টি–টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে সমতায় ফিরবে বাংলাদেশ। দুই দলের এখন পর্যন্ত ১৩টি ম্যাচে আফগানিস্তান জিতেছে ৭টিতে, বাংলাদেশ জিতেছে ৬টিতে।
* যদিও সাম্প্রতিক সময়ে প্রাধান্য টাইগারদেরই-শেষ চার ম্যাচে মাত্র একটি হেরেছে বাংলাদেশ।
* সর্বশেষ দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০২৩ সালের জুলাইয়ে সিলেটে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।