সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
স্পোর্টস
মেসির জোড়া গোলে প্লে-অফের আরও কাছে মায়ামি





স্পোর্টস ডেস্ক
Sunday, 21 September, 2025
11:50 AM
 @palabadalnet

লিওনেল মেসির জাদুতে আরও একটি জয় পেল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন সুপারস্টার দুর্দান্ত দুটি গোল করার পাশাপাশি এক গোলে সহায়তাও করেন। যার ফলে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফের পথে আরও এক ধাপ এগোল মায়ামি।

সম্প্রতি শোনা যাচ্ছে, মেসি অন্তত আগামী বছর পর্যন্ত ইন্টার মায়ামিতে থেকে যাওয়ার জন্য চুক্তি নবায়নের পথে। সেই আলোচনার মাঝেই মাঠে তার পারফরম্যান্স দেখাল কেন ক্লাব ও মেজর লিগ সকার মরিয়া হয়ে তাকে ধরে রাখতে চায়।

৩৮ বছর বয়সী মেসির এই মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে ২২ গোল। এমএলএস মৌসুমে এটি তার সপ্তম জোড়া গোল, যা তাকে ২১ গোল করা ন্যাশভিলের ইংলিশ ফরোয়ার্ড স্যাম সারিজকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা রাতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মায়ামি। ৩৫তম মিনিটে মেসির নিখুঁত থ্রু-পাস থেকে তাদেও আলেন্দে গোলরক্ষক লুইস বারাজাকে পরাস্ত করে বল জালে পাঠান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের হেডে সমতায় ফেরে ডিসি।

৬৬তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বল নিয়ন্ত্রণ করে বক্সে ঘুরে দাঁড়িয়ে বাম পায়ের শটে গোল করেন মেসি। কয়েক মিনিট পর বদলি হিসেবে নামা ১৯ বছর বয়সী মাতেও সিলভেত্তি পেনাল্টি আদায় করলেও শট ক্রসবারে লেগে গোল মিস করেন।

তবে ৮৫তম মিনিটে মেসি তার স্বকীয় মায়াজালে আবারও দর্শকদের মুগ্ধ করেন। বক্সের বাইরে থেকে বল নিয়েই ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে গোলরক্ষকের নাগালের বাইরে বল জালে পাঠান তিনি। ব্যবধান কমানোর জন্য ইনজুরি টাইমে জেকব মারেলের গোল যথেষ্ট ছিল না, জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে মায়ামি পূর্ব কনফারেন্সে এক ধাপ উঠে পঞ্চম স্থানে (৫২ পয়েন্ট) পৌঁছালেও প্লে-অফ নিশ্চিত করতে অপেক্ষা করতে হচ্ছে। কারণ, নিউইয়র্ক রেড বুলস মন্ট্রিয়ালকে ২-০ গোলে হারিয়ে নিজেদের আশা টিকিয়ে রেখেছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com