সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
স্পোর্টস
এশিয়া কাপ: সুপার ফোরে যাওয়ার যে সমীকরণের সামনে বাংলাদেশ





স্পোর্টস ডেস্ক
Wednesday, 17 September, 2025
10:59 AM
 @palabadalnet

ছবি: এসিসি

ছবি: এসিসি

ম্যাচ জেতানো ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে আসা তানজিদ হাসান তামিমকে সমীকরণ নিয়ে জিজ্ঞেস করতেই বললেন, “মাত্র তো খেলা শেষ হলো। এখনো দেখিনি, দেখতে হবে।”  

আফগানিস্তানের সঙ্গে ছিল বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে আপাতত হাসি চওড়া করেছেন লিটন দাসরা। টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ দারুণ জয়ে টিকে আছে টুর্নামেন্টে। তবে টিকে থাকলেও পরের পর্বে যাওয়া নির্ভর করছে বেশ কিছু যদি, কিন্তুর উপর।

‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের সবগুলো ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে লিটনদের নেট রানরেট -০.২৭০। লঙ্কানরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে +১.৫৪৬ রান রেট নিয়ে।

এই গ্রুপে তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট দুই আর রানরেট +২.১৫০।  এখন এই তিনটি দলেরই আছে সুপার ফোরে যাওয়ার।  বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। এই গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে ঠাঁই পাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তান জিতে গেলেই হিসেব হয়ে যাবে কঠিন। তখন অনেক কঠিন হিসেব মিলতে হবে।

এই গ্রুপে এখনো সবচেয়ে ভালো রানরেট আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে যেকোনো ব্যবধানে তারা হারালেই নিশ্চিত করবে সুপার ফোর। তবে বাংলাদেশকে যদি লঙ্কানদের টপকে যেতে হয় নেট রানরেটে তবে রশিদ খানদের চাই বড় ব্যবধানের জয়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৬৫ বা তারচেয়ে বড় ব্যবধানে হারায় তাহলে আফগানিস্তানের সঙ্গে সেরা চারে উঠবে লাল সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কার সঙ্গে যদি রান তাড়া করে আফগানিস্তান জেতে তাহলে বাংলাদেশের সম্ভাবনা হয়ে যাবে ক্ষীণ। তখন লঙ্কানদের স্কোর ৫০ বল আগে যদি পেরিয়ে যায় আফগানিস্তান, তাহলে নেট রানরেটে চারিথা আসালাঙ্কাদের টপকে যাবে বাংলাদেশ।

নিজেদের কাজটা করে এখন বাংলাদেশের ক্রিকেটাররা তাকিয়ে থাকবেন শেষ ম্যাচের দিকে। যদি সমীকরণ মিলে যায় তাহলে সুপার ফোরে বাংলাদেশ উঠবে গ্রুপের দ্বিতীয় হয়ে। সেক্ষেত্রে তাদের সব ম্যাচ পড়বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদি, কিন্তুর হিসাব-নিকাশ মাথায় নিয়ে বুধবার আবুধাবি থেকে দুবাই চলে যাবে বাংলাদেশ দল। তবে নিশ্চিতভাবেই তাদের মন পড়ে থাকবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১৮ সেপ্টেম্বর মীমাংসা হবে 'বি' গ্রুপের। 

পালঅবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com