সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
স্পোর্টস
‘লজ্জাজনক’ পেনাল্টিতে রিয়ালের জয়ে ক্ষোভে ফুঁসছে মার্শেই





Wednesday, 17 September, 2025
1:35 PM
 @palabadalnet

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নাটকীয় জয় পেল রিয়াল মাদ্রিদ, কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে গোলদাতা কিলিয়ান এমবাপে নয়, বরং রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। অলিম্পিক মার্শেইয়ের কোচ রবার্তো ডি জারবি ক্ষোভে ফেটে পড়লেন, দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্তকে বললেন 'লজ্জাজনক'।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার ১৫ বারের ইউরোপসেরাদের কাছে ২–১ গোলে হার মানতে হয়েছে মার্শেইকে। টিমোথি ওয়েয়ার গোলে এগিয়ে যাওয়ার পর জেফ্রি কন্দোগবিয়ার ফাউলে পেনাল্টি পেয়ে এমবাপে সমতায় ফেরান রিয়ালকে। এরপরও ম্যাচে লড়াই করে যাচ্ছিল ফরাসি দলটি, রক্ষণের দৃঢ়তায় ও গোলকিপার জেরোনিমো রুলির অসাধারণ সেভে বারবার রুখে দেন এমবাপে ও মাস্তানতুয়োনোকে।

কিন্তু শেষ মুহূর্তে হলো নাটক। ভিনিসিয়ুস জুনিয়রের শট ফাকুন্দো মেদিনার পায়ে লেগে হাতে লাগে। রেফারি স্লাভকো ভিনচিচ সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান, ভিএআরও সিদ্ধান্ত বহাল রাখে। এমবাপে গোল করে জয় নিশ্চিত করলেও, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন মার্শেই কোচ ডি জারবি, “দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্ত লজ্জাজনক। এটা কখনোই পেনাল্টি হতে পারে না। আমার দলের পক্ষেও হলে আমি একই কথা বলতাম। এটা মোটেও পেনাল্টি নয়।”

এমবাপে অবশ্য সিদ্ধান্তের সাফাই গেয়েছেন, যদিও হ্যান্ডবলের নিয়ম নিয়ে বিভ্রান্তিও স্বীকার করেছেন, “হ্যান্ডবলের নিয়মটা আসলেই জটিল। অনেক সময় দেওয়া হয়, অনেক সময় হয় না। নিয়মে তেমন কোনো স্পষ্ট যুক্তি নেই। আমরা নিয়ম মেনে খেলি। যদি রেফারি পেনাল্টি দেন, তবে সেটা পেনাল্টিই। আমি গোল করেছি, সেটাই আসল।”

তবে একজন কম নিয়েও নিজেদের লড়াইয়ের মানসিকতাকেও তুলে ধরেন ফরাসি তারকা, “১০ জন নিয়ে খেলা কঠিন ছিল। তবে আমরা চ্যাম্পিয়নস লিগের মানসিকতা দেখিয়েছি বার্নাব্যুতে। আমরা জানি এখানে যে কারও বিপক্ষেই জেতা সম্ভব। এই জয়ে আমরা খুশি।”

পালঅবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com