সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
বিদেশ
বৃটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থার হুমকি





পালাবদল ডেস্ক
Sunday, 21 September, 2025
9:01 PM
 @palabadalnet

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ওপর উড়ছে ফিলিস্তিনের পতাকা। ছবি: রয়টার্স ফাইল ফটো

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ওপর উড়ছে ফিলিস্তিনের পতাকা। ছবি: রয়টার্স ফাইল ফটো

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাওয়া বৃটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 'শাস্তিমূলক' ব্যবস্থার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৫ রিপাবলিকান আইনপ্রণেতা। তাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ নিউইয়র্কের এলিস স্টেফ্যানিক ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজ আছেন।

গতকাল শনিবার বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৫ জ্যেষ্ঠ রিপাবলিকান আইনপ্রণেতা বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্টকে চিঠি দিয়ে বলেছেন যে তারা যেন ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির বিষয়টি পুনর্বিবেচনা করেন।

চিঠিটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এতে বলা হয়, “এই বেপরোয়া নীতির কারণে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে কূটনীতি নয় সহিংসতাকে রাজনৈতিক লক্ষ্য অর্জনের উপায় হিসেবে তুলে ধরবে।”

আরও বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে সন্ত্রাসবাদ পুরস্কৃত হবে। স্বীকৃতি দেওয়া দেশগুলোর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

আইনপ্রণেতারা সতর্ক করে বলেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশগুলোর দীর্ঘদিনের সুসম্পর্ক বিনষ্ট হতে পারে এবং তাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা আসতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।

অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে আসা জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন বলেছেন যে, অস্ট্রেলিয়ার এমন অবস্থান নিজেদের 'স্বার্থ ও মূল্যবোধের' ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা দুই রাষ্ট্র সমাধানের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া হবে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com