সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
দক্ষিণ এশিয়া
‘পাকিস্তানের পরমাণু বোমা সৌদি আরবকেও রক্ষা করবে’





পালাবদল ডেস্ক
Sunday, 21 September, 2025
11:44 AM
 @palabadalnet

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ছবি: রয়টার্স

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ছবি: রয়টার্স

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের আলোচিত প্রতিরক্ষা চুক্তি অনুসারে প্রয়োজন হলে ইসলামাবাদের পরমাণু বোমা রিয়াদে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।

তার এই মন্তব্যের ফলে ধরে নেওয়া যেতে পারে যে সৌদি আরব এখন থেকে পাকিস্তানের পরমাণু নিরাপত্তা বলয়ে চলে আসছে।

গতকাল শুক্রবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়।

চুক্তি সই অনুষ্ঠানে বাঁ থেকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর/এক্স

চুক্তি সই অনুষ্ঠানে বাঁ থেকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর/এক্স

প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকদের অনেকে মনে করছেন যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য ইসরায়েলের দিকে ইঙ্গিত করেছে। কেননা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে একমাত্র পরমাণু শক্তিধর হিসেবে গণ্য করা হয়।

সম্প্রতি, ইসরায়েল হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে খনিজসমৃদ্ধ কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক ধনী দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জিও টিভিকে বলেন, “আমাদের যা আছে এবং আমরা যে সক্ষমতা অর্জন করেছি চুক্তি অনুসারে তা সৌদি আরবেও যাবে।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের পরমাণু সক্ষমতা নিয়ে একটি বিষয় পরিষ্কার করতে চাই: আমরা এই সক্ষমতা অনেক আগে অর্জন করেছি। তখন থেকেই আমরা যুদ্ধের জন্য সেনাদের প্রশিক্ষিত করে আসছি।”

গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরব এই প্রতিরক্ষা চুক্তি করে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com