সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
বিদেশ
আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে বৃটেন ও পর্তুগাল





পালাবদল ডেস্ক
Sunday, 21 September, 2025
11:46 AM
 @palabadalnet

ইসরায়েলি বাহিনীর দখলে থাকা পশ্চিম তীরের জেনিন শহরের কাছে এক ফিলিস্তিনি বালক নিজ দেশের পতাকা ধরে আছে। ছবি: রয়টার্স ফাইল ছবি

ইসরায়েলি বাহিনীর দখলে থাকা পশ্চিম তীরের জেনিন শহরের কাছে এক ফিলিস্তিনি বালক নিজ দেশের পতাকা ধরে আছে। ছবি: রয়টার্স ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আজ রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে বৃটেন ও পর্তুগাল। আজ এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন সপ্তাহে আরও বেশ কয়েকটি দেশ একই পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে গাজা ইস্যুতে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো হবে।

গত কয়েক মাসে দীর্ঘদিনের ইসরায়েলি মিত্ররা নিজেদের অবস্থান বদলাতে শুরু করে। বিশেষ করে ২০২৩ সালে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েল অব্যাহত আগ্রাসন চালানোর কারণে। অবরুদ্ধ গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি ও খাদ্যসংকট তৈরি হয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এএফপি জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের নিউইয়র্ক অধিবেশনে এ সপ্তাহে দুই-রাষ্ট্র সমাধান ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। আগামী কয়েক দিনে প্রায় ১০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।  বিবিসি জানিয়েছে, বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার এ ঘোষণা দিতে যাচ্ছেন। যদিও ইসরায়েল এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে।

স্টারমার জুলাইয়ে বলেছিলেন, ইসরায়েল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ না নেয়, তাহলে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময়ই বৃটেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, এ ধরনের পদক্ষেপ ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত’ করার শামিল।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারাও রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। জুলাইয়েই দেশটি এ ইচ্ছা প্রকাশ করেছিল, কারণ হিসেবে উল্লেখ করেছে আগ্রাসনে ‘অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি’, মানবিক বিপর্যয় ও ইসরায়েলের বারবার ফিলিস্তিনি ভূমি দখলের হুমকি।

এদিকে, ইসরায়েল অব্যাহতভাবে গাজায় বোমাবর্ষণ করছে। জাতিসংঘ-সমর্থিত এক জরিপে গাজার একটি অংশে দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ‘অভূতপূর্ব শক্তি’ ব্যবহার করে গাজা সিটি দখল করবে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স ও কানাডাসহ আরও কয়েকটি পশ্চিমা দেশ জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েল এর কঠোর বিরোধিতা করছে এবং এমনকি পশ্চিম তীর দখল করে নেওয়ার হুমকি দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, ইসরায়েলের প্রতিশোধের আশঙ্কায় বিশ্বকে “ভয় পাওয়া ঠিক হবে না।

এএফপি বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৯ জন নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাল্টা হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে অন্তত ৬৫ হাজার ২০৮ জন, যার অধিকাংশই বেসামরিক।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com