সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
স্পোর্টস
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ





স্পোর্টস ডেস্ক
Wednesday, 17 September, 2025
10:56 AM
Update: 17.09.2025
11:05:57 AM
 @palabadalnet

ছবি: এসিসি

ছবি: এসিসি

মঙ্গলবার আবুধাবিতে এশিয়া কাপের 'বি' গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারাল বাংলাদেশ। দেশের বাইরে টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। বাঁচা-মরার ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়ে আসরের সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল লিটন দাসের দল।

শেষ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল আফগানিস্তানের। হাতে ছিল স্রেফ ১ উইকেট। দুটি ছক্কাসহ ১৩ রান খরচ করার পর ম্যাচের শেষ ডেলিভারিতে নুর আহমেদকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানালেন তাসকিন আহমেদ।

১৪৬ রানে অলআউট হয়ে গেল আফগানরা। পুরো ৪০ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশ জিতল ৮ রানে। ফলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা টিকে রইল লিটন দাসের দলের।

১৫৪ রানের পুঁজি রক্ষায় বাংলাদেশকে সুর বেঁধে দিলেন নাসুম আহমেদ। প্রথমবারের মতো এবারের আসরে খেলতে নামা বাঁহাতি স্পিনার ৪ ওভারে একটি মেডেনসহ ৪ ওভারে ১১ রান দিয়ে নিলেন ২ উইকেট। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৩ উইকেট পেলেন ২৮ রানের বিনিময়ে। লেগ স্পিনার রিশাদ হোসেন ১৮ ও ডানহাতি পেসার তাসকিন ৩৪ রান খরচায় শিকার করলেন দুটি করে উইকেট।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া শ্রীলঙ্কার অর্জনও ৪ পয়েন্ট। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসাবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রাট রেট ‍+১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০। দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তানজিদ ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, জাকের ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গজনফর ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবি ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (সেদিকউল্লাহ ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৬, নবি ১৫, ওমরজাই ৩০, জানাত ৬, রশিদ ২০, নুর ১৪, গজনফর ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন ৪-০-৩৪-১, মোস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)

ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী।

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

আগামীকাল বৃহস্পতিবার 'বি' গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেদিন লঙ্কানরা জিতলে বাংলাদেশ কোনো হিসাবনিকাশ ছাড়াই চলে যাবে এশিয়া কাপের সুপার ফোরে।

তবে আফগানিস্তান জিতলে, তিন দলের পয়েন্টই হবে সমান ৪। সেক্ষেত্রে বিবেচনায় আসবে নেট রান রেট। যেহেতু নেট রান রেটে বাংলাদেশ বাকিদের চেয়ে পিছিয়ে, তাই লিটন দাসের দলের সুপার ফোরে যাওয়ার জন্য আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হবে শ্রীলঙ্কাকে।

পালঅবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com