বুধবার ১ অক্টোবর ২০২৫ ১৬ আশ্বিন ১৪৩২
বুধবার ১ অক্টোবর ২০২৫
 
স্পোর্টস
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন





স্পোর্টস ডেস্ক
Tuesday, 30 September, 2025
7:49 PM
 @palabadalnet

এশিয়া কাপে সুপার ফোরে পরপর দুই ম্যাচে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিরুদ্ধেও লড়াই করেও জয় পাওয়া হয়নি। এই হতাশার বিদায়ের পর ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

চোটের কারণে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি লিটন। পিঠের ইনজুরিতে ভুগতে থাকা এই তারকা ব্যাটারকে সামনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও তাকে পাওয়া যাবে না।

দলের পারফরম্যান্স নিয়ে হতাশ লিটন ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে লিখেছেন, “একটি দল হিসেবে আমরা এশিয়া কাপ ২০২৫-এ আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলে শিরোপা জয় করা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বপ্ন পূরণ হয়নি। এজন্য বাংলাদেশের সব নিবেদিতপ্রাণ সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

ব্যক্তিগতভাবে নিজের হতাশার কথা জানিয়ে অধিনায়ক বলেন, “ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না। সুস্থ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি, এটা আমাকে দীর্ঘদিন ব্যথিত করবে।”

বার্তার শেষ অংশে লিটন দাস ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “এই টুর্নামেন্টে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সত্যিই সৌভাগ্যবান যে পৃথিবীর সেরা সমর্থকরা আমাদের সঙ্গে আছেন। আশা করি খুব শিগগিরই আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে পারব।”

লিটন দাস এবারের এশিয়া কাপে চার ম্যাচে ব্যাট হাতে করেছেন ১১৯ রান, যার মধ্যে ছিল একটি অর্ধশতক। কিন্তু গুরুত্বপূর্ণ সময়টিতে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় দলের ক্ষতির শিকার হতে হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com