খাগড়াছড়ি: গুইমারায় সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় কমিটি গঠনের তথ্য জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
তবে, এই কাদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি জেলা প্রশাসক।
এদিকে সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। এখনো জেলার পরিস্থিতি থমথমে রয়েছে। শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।