মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
 
সারাবাংলা
খাগড়াছড়িতে নিহত ৩ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ





বিবিসি
Monday, 29 September, 2025
9:43 PM
Update: 29.09.2025
9:46:35 PM
 @palabadalnet

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

গতকাল রোববার গুলিতে নিহত তিন জনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তিনজনের বয়সই ২০ বছর থেকে ২২ বছরের মধ্যে।

নিহত তিনজন হলেন রামসু বাজার এলাকার অলাকাই মারমার ছেলে তৈইচিং মারমা(২০), আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা(২১) এবং চেংগুলি পাড়ার হাসু মারমার ছেলে আখ্রাউ মারমা(২২)।

পুলিশ জানিয়েছে, নিহতদের ময়না তদন্ত চলছে। ময়না তদন্ত শেষ হওয়ার পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

এছাড়া দুপুরে খাগড়াছড়ির পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে স্থানীয় পাহাড়ি ও বাঙালীদের বিভিন্ন সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষ আলোচনা করেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে জানিয়েছেন, খাগড়াছড়ির পরিস্থিতির সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি তদারক করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com