হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জরাই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, মৃত তিন শিশু পরস্পরের চাচাতো ভাই-বোন।
তারা হলো-রতীশ সরকারের তিন বছর বয়সী ছেলে শ্রাবণ সরকার, জগাই সরকারের চার বছর বয়সী ছেলে শুভ সরকার ও ব্রজলাল সরকারের পাঁচ বছর বয়সী মেয়ে অহনা সরকার।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কামরুজ্জামান বলেন, দুপুরে গ্রামের এক নারী অহনার মরদেহ ভাসেতে দেখেন। তারপর গ্রামবাসী ওই পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. চম্পক কিশোর সাহা জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুদের মৃত্যু হয়েছিল।