রবিবার ৫ অক্টোবর ২০২৫ ২০ আশ্বিন ১৪৩২
রবিবার ৫ অক্টোবর ২০২৫
 
স্পোর্টস
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ঘোষণা, নতুন মুখ তিনটি





স্পোর্টস ডেস্ক
Sunday, 5 October, 2025
12:06 AM
 @palabadalnet

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নজর এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসরের জন্য সম্ভাব্য সেরা স্কোয়াড বেছে নেওয়ার দিকে। তাই ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা মাঠে গড়ানোর আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলে নতুন ও পুরনো খেলোয়াড়দের যাচাই করে নেবেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৪ অক্টোবর পুয়ের্তোরিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটির জন্য স্কালোনি বেশ কিছু চমক রেখে শুক্রবার রাতে ঘোষণা করেছেন ২৮ সদস্যের স্কোয়াড। সেখানে নতুন মুখ আছে তিনটি— গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও মিডফিল্ডার আনিবাল মোরেনো।

২৮ বছর বয়সী কামবেসেস এখন খেলেন স্বদেশি দল রেসিংয়ে। আর্জেন্টিনার আরেক ক্লাব রিভার প্লেটে খেলেন ২১ বছর বয়সী রিভেরো। আর ২৬ বছর বয়সী মোরেনোর ঠিকানা ব্রাজিলের দল পালমেইরাস।

তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনার নেতৃত্বে বরাবরের মতো আছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। তিন বছরের বেশি সময় পর ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। তিনি জাতীয় দলের জার্সিতে একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের জুন মাসে।

তবে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও তার ক্লাব সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, পরদিন মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

২৮ সদস্যের আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্তার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ, নিকো পাজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, আলেক্সিস মাক আলিস্তার

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, হোসে মানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেজ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com