
ফাইল ছবি
ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার একটি মর্যাদাপূর্ণ কমিটিতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আরেকটি কমিটিতে জায়গা পেয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বুধবার জানিয়েছে, ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাবিথ। এই কমিটি প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ফুটবলের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাবিথের পাশাপাশি কমিটিতে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আছেন আইসল্যান্ডের থরভালদুর ওর্লিগসন এবং ডেপুটি চেয়ারম্যান ভেনেজুয়েলার হোর্হে হিমেনেজ।
এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) ও বাফুফের সদস্য কিরণকে ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। ইয়েমেন, কঙ্গো, উত্তর কোরিয়া, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া ও লাটভিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে এই কমিটিতে যোগ দিচ্ছেন তিনি।
কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন তিনি। তবে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো কমিটিতে এবারই প্রথম জায়গা পেয়েছেন তাবিথ।
পালাবদল/এসএ