বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
বিনোদন
৫০০ কোটি টাকার সংগ্রহ তাদের যেন ‘বাম হাতের খেলা’!





পালাবদল ডেস্ক
Sunday, 30 March, 2025
7:46 PM
Update: 30.03.2025
9:33:01 PM
 @palabadalnet

শাহরুখ ও অল্লুর ছবি ছাড়িয়েছে ৫০০ কোটির সীমা। ছবি: সংগৃহীত

শাহরুখ ও অল্লুর ছবি ছাড়িয়েছে ৫০০ কোটির সীমা। ছবি: সংগৃহীত

ছবির বক্স অফিস সংগ্রহই প্রাথমিক ভাবে বলে দেয় কোনও ছবি সফল কি না। বর্তমানে ভারতের কোনও ছবি ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে পারলেই তাকে ‘সুপারহিট’ তকমা দেওয়া হয়। তবে ৫০০ কোটির সীমা ছাড়ানো মোটেও সহজ নয়। একটি ছবির বক্স অফিস সাফল্যের পিছনে থাকে অনেক মানুষের পরিশ্রম। তাদের মধ্যে অন্যতম হলেন ছবির নায়ক। দেখে নেওয়া যাক ৫০০ কোটির সীমা পেরিয়েছে কোন তারকাদের ছবি।

১. প্রথমেই যার নাম করা প্রয়োজন, তিনি শাহরুখ খান। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তার অনুরাগী। তবে ২০১৮ সালে তার ‘জ়িরো’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর দীর্ঘ দিন বলিউডে তার কোনো ছবি মুক্তি পায়নি। ২০২৩-এ প্রত্যাবর্তন-‘পাঠান’ বক্স অফিসে সফল হয়। ৫৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। তবে সেই নজির ভেঙে দেয় শাহরুখেরই ‘জওয়ান’। এ ছবি ভারতে ৭৬১.৯৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

২. গত বছর বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ভৌতিক ছবি ‘স্ত্রী ২’। ছবিতে মূল চরিত্রে শ্রদ্ধা কাপুর। তবে অভিনয়ে নজর কেড়েছিলেন নায়ক রাজকুমার রাও। ছবির গল্পেরও বিশেষ ভূমিকা রয়েছে এর সাফল্যের নেপথ্যে। ৫৭৭ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

৩. তুমুল সমালোচনার মুখে পড়েছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। একেবারে অন্য রকমের চরিত্রে দেখা গিয়েছিল রণবীরকে। ছবিটি ‘নারীবিদ্বেষী’ তকমা পেলেও বক্স অফিস সাফল্যে বাধা পায়নি। ভারতে এই ছবি ৬৬২.৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল।

৪. চলতি বছরে এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত ছবি ভিকি কৌশলের ‘ছাওয়া’। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গিয়েছে ভিকিকে। এই ছবি নিয়ে বিতর্কও হয়েছে। তবে তাতে কোনো প্রভাব পড়েনি বক্স অফিস সংগ্রহে। ভারতে এই ছবি ৫১৯.৬ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে। এখনও প্রেক্ষাগৃহে চলছে এই ছবি।

৫. ৫০০ কোটির বক্স অফিস সংগ্রহে উঠে আসে আল্লু অর্জুনের নাম। আল্লুর ‘পুষ্পা দ্য রাইজ’ আলোড়ন ফেলেছিল বক্স অফিসে। এই ছবি ভারতে মোট ৫১৮ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির সিকুয়েলও পাল্লা দিয়েছে প্রথম ভাগের ছবির সঙ্গে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com