মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ ৫ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
 
বিদেশ
ভারত থেকে মস্কোগামী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত





পালাবদল ডেস্ক
Sunday, 21 January, 2024
9:29 PM
 @palabadalnet

বিমানটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

বিমানটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

ভারত থেকে মস্কোগামী একটি বিমান আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বিধ্বস্ত হয়েছে।

আজ রোববার আমাজ সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।

আমাজ'র প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় মালিকানাধীন বিমানটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে।

তবে বিমানের মডেল ও এতে কতজন যাত্রী ছিল তা জানাতে পারেনি সংস্থাটি।

বাদাখশান প্রদেশে তালেবানের এক প্রতিনিধি খামা সংবাদ সংস্থাকে জানান, ঘটনাটি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

রয়টার্স বলছে, রাশিয়ায় নিবন্ধিত বিমানটি ৬ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পর গতরাতে এর সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে আজ জানিয়েছে রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে, বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানায় আফগানিস্তানের পুলিশ।

রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ১৯৭৮ সালে ফ্রান্সের তৈরি চার্টার অ্যাম্বুলেন্স বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com