রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
রবিবার ১৯ অক্টোবর ২০২৫
 
জাতীয়
মানবাধিকারবিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সলের ইন্তেকাল





নিজস্ব প্রতিবেদক
Friday, 17 October, 2025
1:18 PM
 @palabadalnet

ফারুখ ফয়সল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফারুখ ফয়সল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: সাংবাদিক, মানবাধিকারবিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সল আর নেই। আজ শুক্রবার রাজধানীর এক হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১ বছর। ফারুখ ফয়সলের ছোট বোন স্নিগ্ধা আহসান (স্বপ্না) আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্নিগ্ধা আহসান জানান, ফারুখ ফয়সল বছরখানেক ধরে অসুস্থ ছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।

আজ ধানমন্ডির সাত নম্বর রোডের মসজিদে ফারুখ ফয়সলের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান স্নিগ্ধা আহসান। তিনি বলেন, আজই মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।

বগুড়া শহরে ফারুখ ফয়সলের পৈতৃক বাড়ি। তার বাবা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ মোহসীন আলী দেওয়ান।  

চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা, মিডিয়া উন্নয়ন, মতপ্রকাশের আন্দোলনের স্বাধীনতা এবং উন্নয়ন যোগাযোগ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন ফারুখ ফয়সল। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তিনি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হন। তিনি এর আগে তথ্য ও মতপ্রকাশের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ছিলেন।

এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন এবং মানবাধিকার কর্মসূচি পরিচালনা করেছেন। এর কাজের ক্ষেত্রে তিনি সব সময় জেন্ডার সমতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com