শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ ২৫ আশ্বিন ১৪৩২
শুক্রবার ১০ অক্টোবর ২০২৫
 
জাতীয়
দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি





নিজস্ব প্রতিবেদক
Friday, 10 October, 2025
12:01 AM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: দেশের বিমানবন্দরে সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ এবং বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিতে ১০ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত সপ্তাহে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দর সাইবার হামলার শিকার হয়েছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা লিঙ্কে এড়িয়ে চলা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি চেক-ইন ও বোর্ডিং সিস্টেম সাপোর্ট দেওয়া একটি প্রতিষ্ঠানে সাইবার হামলার কারণে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথরোসহ বেশ কয়েকটি বড় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। এতে অনেক ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে।

ব্রাসেলস বিমানবন্দর এবং বার্লিন বিমানবন্দরও এই সাইবার হামলায় ক্ষতির শিকার হয়েছে। পাশাপাশি ডাবলিন বিমানবন্দরে এই সমস্যার কিছুটা প্রভাব পড়ে। এছাড়া আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর কর্কও প্রভাবিত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিশ্বজুড়ে সরকার ও কোম্পানিগুলোকে লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা এবং অটোমোবাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com