বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ ৩১ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
 
দক্ষিণ এশিয়া
পাকিস্তানে ৯ মাসে সন্ত্রাসবাদে নিহত ৭০০ জনেরও বেশি





ভয়েস অফ আমেরিকা
Sunday, 1 October, 2023
7:01 PM
 @palabadalnet

গত শুক্রবারের প্রাণনাশী বোমা হামলায় আহত একজনকে পাাকিস্তানের কেয়েটায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত শুক্রবারের প্রাণনাশী বোমা হামলায় আহত একজনকে পাাকিস্তানের কেয়েটায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানে জঙ্গিবাদী আক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে চলতি বছর প্রথম নয় মাসে ৭০০’র ও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অসামরিক লোকজন নিহত হয়েছে।

ইসলামাবাদ-ভিত্তিক নিরপেক্ষ সেন্টার ফর রিসার্চ এন্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন খোয়া প্রদেশগুলিতে আত্মঘাতী বোমা আক্রমণের পর এই প্রতিবেদনটি প্রকাশ করে। ওই হামলায় ৬৯ জন প্রাণ হারান। গত শুক্রবারের ওই প্রাণঘাতী সহিংসতার দায় কোন পক্ষই দাবি করেনি।

প্রতিবেদনটিতে বলা হয় ২০২২ সালের তূলনায় এ বছর সন্ত্রাসবাদী আক্রমণে নিহতের সংখ্যা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে । আফগানিস্তানের সীমান্তবর্তী দুটি পাকিস্তানি প্রদেশে হতাহতের সংখ্যা ৯২ শতাংশ।

সিআরএসএস বলে, “পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ২০২৩ সালের প্রথম নয় মাসে কমপক্ষে ৩৮৬ জন সদস্যকে হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ১৩৭ জন সেনা এবং ২০৮ জন পুলিশ সদস্য। এই সংখ্যা গত আট বছরে সব চেয়ে বেশি।”

প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর তত্বাবধানে থাকা আধাসামরিক বাহিনীর ৩৩ জন সদস্য প্রাণ হারান।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশান্স যে সরকারী বিবৃতি ভয়েস অফ আমেরিকা পেয়েছে তার তথ্য উপাত্ত থেকে জানা যায় যে সন্ত্রাসবিরোধী অভিযানে এবং বিদ্রোহীদের হামলায় ২১৪ জন সৈন্য ও সেনাকর্মকর্তার প্রাণহানির খবর সেনাবাহিনী নিশ্চিত করেছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com